মদারাট টগরবেড়িয়া এলাকায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালাল নিহতের পাড়ার লোকেরা

Aug 19, 2025 - 22:45
 25
মদারাট টগরবেড়িয়া এলাকায় অভিযুক্তদের  বাড়িতে ভাঙচুর চালাল নিহতের পাড়ার লোকেরা

বিশ্ব সমাচার, বারুইপুর: নিহত শুভঙ্কর মণ্ডলের পাড়ার মানুষেরা বাড়ি ভাঙচুর করে বদলা নিল।

বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়ায় সোনারপুরের যুবক শুভঙ্কর মণ্ডল খুনের ঘটনায় ফের উত্তপ্ত হল টগরবেড়িয়া গ্রাম। এই খুনের ঘটনায় জগাই মণ্ডল বলে একজন গ্রেপ্তার হয়েছে। আরও দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভুতো পলাতক। সোমবার সন্ধ্যার পরে রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে। এমনকী, টগরবেড়িয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওযার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, শুভঙ্করের বাড়ি সোনারপুরের কালিকাপুর এলাকায়। ভাঙচুরের ঘটনার পরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। এলাকার মহিলারা ছেলেমেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন। তাঁরা অবিলম্বে এলাকায় পুলিশ টহল ও ক্যাম্পের দাবি করেছেন। 

গ্রামবাসীদের অভিযোগ, শুভঙ্কর মণ্ডলের পাড়া থেকে ২০-২২ জন বাইক করে টগরবেড়িয়া গ্রামে আসে। তারপরই অভিযুক্ত রাকেশ ও অরূপের বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালায়। ঘরের টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয়। জানালা, দরজা ভাঙা হয়। চেয়ার, টেবিল, আলমারি সব ভেঙে ফেলা হয়। ঘরে বস্তাভর্তি চাল ফেলে দেওয়া হয়। এই ভাঙচুরের সময় গ্রামবাসীরা কেউ ভয়ে ধারেকাছে ঘেঁষতে পারেননি। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে।