বিহারে প্রথম ৭১ জন প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি
সংবাদ সংস্থা ঃ বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম তালিকায় ৭১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং বিজয়কুমার সিংহেরই নাম রয়েছে প্রথম প্রার্থিতালিকায়। তবে তালিকায় নাম নেই বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। রবিবার বিহারে আসনরফা চূড়ান্ত করেছে এনডিএ। আসন বণ্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে সম্মানজনকভাবে খারিজ করেছে গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এমনটাই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘটনাচক্রে, এই প্রার্থিতালিকা প্রকাশের কিছু ক্ষণ আগেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন উপমুখ্যমন্ত্রী সম্রাট। সেখানে তিনি লেখেন, ‘‘এনডিএ দলগুলির মধ্যে আসন বণ্টনের বিষয়টি ভাল ভাবে আলোচনা করে সমাধান করা হয়েছে। কোন দল, কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে আলোচনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’ ওই আলোচনাও ইতিবাচক বলে লিখেছেন তিনি। একই সঙ্গে তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশের নেতৃত্বে এনডিএ শিবিরের সব দল একজোট রয়েছে।
বিহারের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং জেডিইউ— দুই দলই সমানে সমানে আসন ভাগাভাগি করেছে। দুই দলই ১০১টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২৯টি আসনে লড়াই করবে অধুনাপ্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের দল এলজেপি (আর)। জিতনরাম মাঝীর হিন্দুস্থানি আওয়াম মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) লড়াই করবে ছ’টি করে আসনে। গত রবিবার সন্ধ্যায় বিহারে ভোট পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন।উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। ফল ঘোষণা ১৪ নভেম্বর।