বিভিন্ন দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ
বিশ্ব সমাচার, বারুইপুর : বিভিন্ন দাবিতে সোমবার দুপুরে আশা কর্মীরা বারুইপুর হাসপাতালের বি এইচ এম ওর কাছে স্মারকলিপি জমা দেন। একই সঙ্গে তাঁরা কয়েকটি বিক্ষোভ দেখান। বারুইপুরের আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা বলেন,
এ রাজ্যে আশা কর্মীরা মা, শিশু ও জনসাধারণের গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকেন। একই সাথে অনেকগুলি দপ্তরের অধীনে কাজ করতে হয়। জল পরীক্ষা, খেলা, মেলা, ভোট, স্কুল পরীক্ষায় ডিউটি, দুয়ারে সরকার এ ধরনের বহু কাজ করতে হয়। কিন্তু তার কোন পারিশ্রমিক পায় না। মাসের পর মাস উৎসাহ ভাতা এবং বিভিন্ন কাজের টাকা বকেয়া রয়েছে। তারই প্রতিবাদে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।