বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে মারার অভিযোগে বাবা গ্রেফতার বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার বাবা। বাবা ও ছোট ভাই দু'জনে মিলে তাঁকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। ধৃত ব্যক্তির নাম নিতাই বিশ্বাস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া (মণ্ডলপাড়া) এলাকায়। মৃত ব্যক্তির নাম রাজীব বিশ্বাস (২২)। গত ১১ শুক্রবার রাতে পিটিয়ে মারার ঘটনাটি ঘটেছিল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, মৃত ব্যক্তি রাজীব বিশ্বাস বারুইপুরের ১৫ নং ওয়ার্ডের ১২৯ নং বুথের সভাপতি ছিলেন। অভিযোগ, রাজীবকে তাঁর বাড়িতে প্রচণ্ড মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বাড়িতে একদিন পড়ে থাকার পর তাঁকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বারুইপুর থানায় খবর গেলে পুলিশ মৃত ব্যক্তির দেহটি ময়নাতন্ত্র জন্য পাঠায়।
বিজেপির পক্ষ থেকে বারুইপুর পশ্চিম এক নম্বর মণ্ডলের সভাপতি দাবি করেন, রাজীব বুথ সভাপতি ছিলেন। এই মৃত্যুর জন্য তৃণমূল দায়ী। কিন্তু এলাকার তৃণমূল কংগ্রেসের পৌরমাতা অর্চনা মল্লিক বলেন, পারিবারিক ঝামেলার জন্য এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপির পক্ষ থেকে সোমবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ মৃত ব্যক্তির বাবা নিতাই বিশ্বাসকে গ্রেফতার করে। মঙ্গলবার বারুইপুর থানার পক্ষ থেকে নিতাই বিশ্বাসকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে আগামী ১৮ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।