বারুইপুরে ভোটার তালিকায় রয়েছে বাংলাদেশি নাম, অভিযোগ শুভেন্দুর

Aug 2, 2025 - 22:19
 59
বারুইপুরে ভোটার তালিকায় রয়েছে বাংলাদেশি নাম, অভিযোগ শুভেন্দুর

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছিলেন, বারুইপুরে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রয়েছে। শুভেন্দুবাবুর অভিযোগে বারুইপুর পূর্বে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর অভিযোগ, ভোটার তালিকায় বেশ কিছু নাম রয়েছে, যাঁরা আদৌ এই এলাকার বাসিন্দা নন। এঅঁরা আসলে বাংলাদেশি। তাঁর দাবি, এলাকায় ঘুরলেই স্পষ্ট বোঝা যায়, অনেক নামই ভুয়ো। কীভাবে তাঁরা ভোটার তালিকায় নাম তুললেন, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। সরকারের তরফে গাফিলতির অভিযোগও উঠে আসছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্যা মুনমুন মণ্ডলের বক্তব্য, ভোটার তালিকায় যাঁদের নাম উঠেছে, তাঁদের অনেকেই গত ১০ বছর ধরে এখানে বসবাস করছেন। ফলে তাঁরা পুরনো বাসিন্দা বলেই দাবি তাঁর। তবে ভোটার তালিকায় কারা নাম তুলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এলাকারই প্রবীণ বাসিন্দা সুভাষ মিত্র বলেন, এটা হিন্দু পাড়া। এখানে সবাই হিন্দু। হঠাৎ এই নতুন নামগুলো কোথা থেকে এল, বুঝতে পারছি না। তদন্ত হওয়া দরকার। 

অপরদিকে, রিজিয়া বিবি নামে এক বাসিন্দার বক্তব্য, আমি তো এখানে ৪৫ বছর ধরে আছি। কয়েকজনের নাম উঠেছে, যাঁদের আমি চিনি না। বিজেপি কর্মী প্রশান্ত হালদার বলেন, এই এলাকায় বেশিরভাগ মানুষ পূর্ব বাংলার হলেও শুভেন্দু অধিকারী যে ৩২ জনের তালিকা দিয়েছেন, তার মধ্যে দু-একটা ভুল থাকতে পারে। তবে অধিকাংশই বাংলাদেশি।

পুরো বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এলাকার বিজেপির কর্মীরা তদন্ত দাবি করেছেন।