পরিবেশকে দূষণমুক্ত করতে বার্তা দিতে সাইকেলে চেপে ঘুরছেন হুগলির যুবক

বিশ্ব সমাচার, সাগর: লক্ষ্য একটাই। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা। পরিবেশকে দূষণমুক্ত রাখার বার্তা দিতে সাইকেলে করে বিভিন্ন স্থানে ভ্রমণের করছেন হুগলি জেলার মহানাদ গ্রামের যুবক সাগর কর। এবারের লক্ষ্য সুন্দরবনে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া। সেই বার্তা দিতে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে পৌঁছলেন তিনি। যাত্রাপথের প্রত্যেকটি মোড়ে দাঁড়িয়ে মানুষকে গাছ লাগানো, জল অপচয় বন্ধ করার বার্তা দিচ্ছেন। যুবকের গেঞ্জিতে লেখা রয়েছে 'গ্রিন বাংলা ক্লিন বাংলা', পরিবেশকে সুস্থ রাখুন সহ বিভিন্ন সচেতনতার বার্তা। কিন্তু সাইকেলে করে কেন ভ্রমণ? প্রশ্ন করতে সাগর বলেন, সাইকেলে কোনো পরিবেশ দূষণ হয় না। সাইকেল চালাতে পেট্রল, ডিজেল লাগে না।এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। তাই সাইকেলের মাধ্যমে বার্তা দিতে চাইছি। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করব, সেগুলি যেন পরিবেশবান্ধব হয়। তিনি আরও বলেন, এর আগে সাইকেল চালিয়ে কন্যাকুমারী, তিরুপতি বালাজি, দক্ষিণেশ্বর, কালীঘাট সহ একাধিক জায়গায় গিয়েছি। তবে প্রত্যেক ক্ষেত্রে আমার লক্ষ্য ছিল পরিবেশ বাঁচানো।বর্তমানে আমার লক্ষ্য সুন্দরবন। এই সুন্দরবনকে রক্ষা করতে হবে। আমি সুন্দরবনের প্রত্যেকটি জায়গাতে গিয়ে মানুষকে বোঝাতে চাই, পরিবেশকে রক্ষা করতে হবে আমাদের। আমার পরের গন্তব্য বকখালি। আমাদের প্রত্যেকের একটাই কথা মনে রাখতে হবে, পরিবেশ সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। আসুন, আমরা সবাই পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিই।