নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই গাড়ি, হিমাচলে মৃত একই পরিবারের ৫

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই গাড়ি পড়ে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের।ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে, হিমাচল প্রদেশের চামবা জেলায়।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় চারচাকা গাড়িটি বানিখেত থেকে রওনা দিয়েছিল। রাত সাড়ে ন’টা নাগাদ ভাঞ্জরাডু-শাহওয়া-ভাদকওয়াস রোডের কাছে আচমকা গাড়িটি ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। জানা গিয়েছে, গাড়িটিতে মোট ছ’জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু এবং এক মহিলা। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পাহাড় থেকে একটি বড় পাথর গাড়িটির উপর পড়ে। তার ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘চামবা জেলায় একটি পথ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’