নামখানা থানার উদ্যোগে রক্তদান শিবির
শুভজিৎ শাসমল, নামখানা: 'রক্তদান মহৎ দান, রক্তদানে বাঁচে প্রাণ'--- এই কথাটিকে মাথায় রেখে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি জোনাল কৌস্তবদীপ্ত আচারিয়া। সকাল ১০ টা থেকে এই শিবির শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত প্রায় ১০০ জন মানুষ রক্ত দান করেন। এই রক্তদান শিবির প্রতি বছরের মতো এবছরও সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়। স্থানীয় মানুষজনের মধ্যে এক উৎসবের মেজাজ লক্ষ করা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পাদিত্য ঘোষ, এএসপি (ডিআইবি) সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ, নামখানার সার্কেল ইন্সপেক্টর সুরজিৎ সাধুখাঁ, নামখানার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিতকুমার সাহু এবং গ্রামীণ হাসপাতালের চিকিৎসক শুভাশিস ভান্ডারী, জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্তকুমার মালি, জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই বিষয়ে এএসপি জোনাল কৌস্তবদীপ্ত আচারিয়া বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোর্টেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানাতে এই রক্তদান শিবির হচ্ছে।