নরেন্দ্রপুরে ফুটবল প্র্যাকটিসে গিয়ে নিখোঁজ হয়ে গেল ১৫ বছরের শুভঙ্কর
প্রদীপ কুমার সিংহ, নরেন্দ্রপুর : নরেন্দ্রপুর থানার গোড়খাড়া এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে, শুভঙ্কর গত বুধবার সকালে ফুটবল প্র্যাকটিসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি।
শুভঙ্কর খুড়িগাছিতে তার মাসির বাড়িতে থাকত। ছোটবেলাতেই মাকে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাকে মাঝে মাঝে বকাবকি করতেন। তার পরই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে পরিবারের আশঙ্কা।
ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।