তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মেয়ো রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়
গত বছর এই সময় আর জি কর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ছিলো। আমি গতবছর এই মঞ্চ থেকেই বলেছিলাম যারা বা যে মহিলারা আর জি কর কান্ডের প্রেক্ষিতে রাত দখলের ডাক দিয়েছিলেন আমি তাদের পাশে আছি। তবে আজ এক বছর পার করেও সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ২৪ ঘন্টার আগে একজনকে গ্রেফতার করেছিলো, তার বেশি কিছু এগোয় নি। এই এক বছর ধরে তদন্ত চললেও।
ওই ঘটনার পর রাজ্য বিধানসভায় অ্যান্টি রেপ বিল অপরাজিতা বিল পাশ করানো হয়েছিলো, কিন্তু সেটা এখনও মান্যতা দিলো না কেন্দ্র। সেদিন যারা রাস্তায় নেমেছিলেন তাদের অনেকের লক্ষ ছিলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দেওয়া। তারা কি একবারও রাস্তায় নেমেছেন এই অপরাজিতা বিল কে আইনে কেন পর্যবসিত করা হচ্ছে না, কেন কেন্দ্রের সরকার সেই বিলে মান্যতা দিচ্ছে না, এর প্রতিবাদে ?
আগে মানুষ সরকার বাছতো। আর বর্তমান কেন্দ্র সরকার SIR এর নাম করে সারা দেশ জুড়ে ভোটার বাঁচছে। আজ SIR করে আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে।
যারা বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই, বলুন এর জবাব আমরা দেবো কি দেবো না ?
যারা গরীব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না ?
যারা জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না ?
SIR এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি বাংলার একটা ভোটারের নামও বিজেপি কাটতে চায় তাহলে আমরা দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাবো।
রাতের অন্ধকারে সংবিধান সংশোধনী বিল নিয়ে চলে এলো। এই বিল ওরা পাশ করতে পারবে না।
যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের ২০২৬ এ আমরা এক ছটাক জমিও ছাড়বো না।
আজকে যুদ্ধের দামামা বাজলো। আর আগামি ২০২৬ এর এই ২৮ আগষ্ট আরো বড় সমাবেশ আমরা করবো।
বিচারব্যবস্থা, বিজেপি, কেন্দ্রিয় বাহিনী, সিবিআই, ইলেকশন কমিশন সবাই তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু দশ কোটি বাংলা ভাষী তৃণমূলের পক্ষে। আগের বার যত আসন আমরা পেয়েছি তার থেকে বেশি আসন নিয়ে ২০২৬ এ তৃণমূল ক্ষমতায় আসবে। এবার বিজেপির ক্ষমতা থাকলে ৫০ পার করে দেখাক
গড়ফা থানার কেস নং ৯৪, তারিখ ২৪.০৮.২৫ নথিভুক্ত হয়, যখন একজন ব্যক্তি অভিযোগ করেন যে লটারি দোকান থেকে সংগ্রহ করা ২.৫ লক্ষ টাকা জমা দেওয়ার পথে তাঁকে পালবাজারের নিকটে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে রেললাইনের দিকে টেনে নিয়ে গিয়ে নগদ অর্থ ছিনতাই করে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে টাকা তিনি নিজেই আত্মসাৎ করেছেন। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর বাড়ি থেকে পুরো ₹২.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তদন্ত চলছে।