ডায়মন্ড হারবারে ব্রিটিশ আমলের লালপোল ভেঙে তৈরি হওয়া নতুন সেতুর উদ্বোধন

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: মগরাহাট খাল আর ডায়মন্ড হারবারের হুগলি নদীর একেবারে সীমানায় আছে ৩২ কপাটের স্লুইস গেট। ঠিক তার একটু আগে ছিল ব্রিটিশ আমলের লাল পোল বলে পরিচিত একটি সেতু। ভগ্নদশা হয়ে গিয়েছিল। তা ভেঙে পুনরায় তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালের মাধ্যমে তার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারে মানুষের যাতায়াতের সুবিধার জন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লাল পোল ভেঙে নতুন ভাবে তৈরি করার উদ্যোগ নেয়। সেই মতো কাজ শুরু হয়। এটি তৈরিতে খরচ হয়েছে ১৩ কোটি টাকা। ২০১৯- ২০ সাল থেকে ভাঙতে ভাঙতে এটি এমন অবস্থায় এসেছিল যে ২০২১ সালে এর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। সাধারণ মানুষ ও টোটো, অটো চালকদের যাতে অসুবিধা না হয়, সেজন্য এই সেতুর পাশে একটি লোহার সেতু চলাচলের সুবিধার জন্য করে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২১ সাল থেকে প্রায় ১৩ কোটি টাকার বেশি খরচ করে লালপোলটি আজ নতুন আকার পেয়েছে। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেনন বিধায়ক পান্নালাল হালদার, জেলাশাসক সুমিত গুপ্তা, ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুনকুমার দে, পুরসভার ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা।