ডায়মন্ড হারবারে ভুয়ো সংস্থা খুলে প্রতারণা, মূল পান্ডা সহ গ্রেফতার ৬
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: ভুয়ো সংস্থার অফিস খুলে প্রতারণা চালানো হচ্ছিল ডায়মন্ড হারবার ১৪ নং ওয়ার্ডের সিভিল কোর্ট পাড়া এলাকা থেকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভুয়ো সংস্থার মূল পান্ডা ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ মোট ছ'জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি ধৃতরা হলেন সুজাউদ্দিন সেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদার। ওই সংস্থার অফিস সিল করে দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নিজেদের সিবিআই, ইডি এবং নারকোটিক্স ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। প্রতারণা চালানোর জন্য তারা ভুয়ো শংসাপত্র ও আইডি কার্ড সহ সরকারি নকল করা লোগো ব্যবহার করা হত। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, তাদের মেন অফিস দক্ষিণ দিনাজপুরে। তদন্তে উঠে আসে সংস্থার মূল মাথা কলকাতার বাসিন্দা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের নাম।
অতিরিক্ত পুলিস সুপার (ডায়মন্ড হারবার পুলিস জেলা) মিতুনকুমার জানান, ফিল্মি কায়দায় প্রতারণা চালানো হচ্ছিল। সোশ্যাল লিগ্যাল ক্রাইম ইনফরমেশন বা এসএলসিআই ক্রাইম ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামে ভুয়ো সংস্থার মাধ্যমে প্রতারণা করা হচ্ছিল।