ঝাড়খণ্ডে খতম মাও কেন্দ্রীয় কমিটির নেতা, মাথার দাম কোটি টাকা

Sep 15, 2025 - 22:30
 6
ঝাড়খণ্ডে খতম মাও কেন্দ্রীয় কমিটির নেতা, মাথার দাম কোটি টাকা

সোমবার ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তাবাহিনীর হাতে খতম মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন ও তার দুই সঙ্গী। পূর্বভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা সহদেবের মাথার দাম ছিল ১ কোটি টাকা। এদিন যৌথ অপারেশনে সহদেবের পাশপাশি খতম আরও দুই মাও নেতা, রঘুনাথ হেমব্রম এবং বিরসেন গঞ্জু। রঘুনাথ ওরফে চঞ্চল মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্যা ছিল। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, দলের জোনাল কমিটির সদস্য, বিরসেন ওরফে রামখেলাওনের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, তাঁতিঝড়িয়া থানা এলাকার করন্ডি গ্রামে কোবরা ব্যাটেলিয়ানের সঙ্গে হাজারিবাগ পুলিশ যৌথ অভিযান চালায়। গিরিডি-বোকারো সীমানার কাছে এই গ্রামে সকাল ছ’টা নাগাদ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টার শেষে নিরাপত্তাবাহিনী গভীর জঙ্গল থেকে নিহত তিন মাও নেতার দেহ উদ্ধার করেছে। বাহিনীর তরফে জানানো হয়েছে এই এলাকার গভীর জঙ্গলে এখনও তল্লাশি অভিযান চলছে।প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই, গত চার মাসে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্যকে তিন সদস্যকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। রবিবারই নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় মাওবাদী নেতা মুখদেব যাদবের। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্রও। গত শনিবার আত্মসমর্পণ করেন নিহত মাওবাদী নেতা কিষেনজির স্ত্রী সুজাতা।