জল বাড়ছে তিস্তা এবং জলঢাকা নদীতে। অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি

Sep 9, 2025 - 22:57
 7
জল বাড়ছে তিস্তা এবং জলঢাকা নদীতে। অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি

জলপাইগুড়ি  : জল বাড়ছে তিস্তা এবং জলঢাকা নদীতে। অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি।

দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। মঙ্গলবার সকাল ৮ টায় ৮৯০ কিউমেক জল ছাড়া হয়।

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।

পাহাড় এবং সমতলে বৃষ্টি।

তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতার পাশাপাশি nh31 জলঢাকা নদীর ওপরেও অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খ

বর ।