ছাত্রীর মৃত্যুর ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেল ফরেন্সিক দলের এক প্রতিনিধি
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : প্রায় ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্ত আইনজীবী শেখ মানোয়ার আলম। কাকদ্বীপের ছাত্রী সোনিয়া হালদারের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আইনজীবীর খোঁজ পেতে উঠে পড়ে লেগেছে পুলিশ প্রশাসন। বর্তমান ওই আইনজীবীর মোবাইল বন্ধ হয়ে রয়েছে। তাই তাঁর ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের খোঁজ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তের পরিবারের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষকে ময়নাতদন্তের রিপোর্ট শীঘ্রই জমা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন দিনের মধ্যেই ময়নাতদন্তের সমূহ রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইনজীবী মানোয়ার অতীতে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতেন। সেখানে নার্সিং সহ ডিগ্রী কোর্সে ভর্তি হওয়া যেত। মূলত ভিন রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলি থেকে দূরবর্তী শিক্ষার মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হতো। কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ায় প্রায় এক বছর ধরে তিনি সেই প্রতিষ্ঠানটি চালিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে প্রায় সময় ছাত্র ছাত্রীদের সঙ্গে গন্ডগোল হতো। ছাত্রছাত্রীরা বিক্ষোভও দেখিয়ে ছিলেন। এরপরই ওই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পুলিশ সেই বিষয়েও খোঁজ নিচ্ছে।
এদিকে শুক্রবার ফরেন্সিক দলের এক প্রতিনিধি কাকদ্বীপে আসেন। তিনি ঘটনাস্থলের চারিদিক ঘুরে দেখেন। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি নমুনা সংগ্রহ করেছেন। কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বজিৎ নস্কর বলেন, "অভিযুক্ত আইনজীবী মানোয়ার আলমের খোঁজ পেতে বিভিন্ন সোর্স কাজে লাগানো হয়েছে। শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে। ফরেন্সিক দলের এক প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। ফরেন্সিক ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।"
প্রসঙ্গত, বুধবার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়ায় আইনজীবী শেখ মানোয়ার আলমের চেম্বার থেকে ছাত্রী সোনিয়া হালদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এরপরই ওই ছাত্রীর পরিবার আইনজীবীর বিরুদ্ধে কাকদ্বীপ থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।