চায়ের চুমুকে থাকে উন্নয়নের গল্প, এসআইআরে আতঙ্ক নেই : সামিম আহমেদ

Nov 14, 2025 - 12:12
 7
চায়ের চুমুকে থাকে উন্নয়নের গল্প, এসআইআরে আতঙ্ক নেই : সামিম আহমেদ

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : চায়ের চুমুকে উন্নয়নের গল্প অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের সমস্যার কথা শুনলেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ। পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন নিয়ে আলোচনার সঙ্গে এস আই আর নিয়ে আতঙ্ক না হওয়ার বার্তা দেন। বুধবার বিকালে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের পাতড়া পঞ্চায়েত এলাকার নতুনহাট এলাকায় চায়ের চুমুকে উন্নয়নের গল্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখন এসআইআর চলছে। তার মাঝেই উদ্যোগ নেওয়া হয়। এদিন এলাকাবাসীকে সমস্যার সমাধানের আশ্বাস দেন সামিম আহমেদ। এদিন তিনি গল্প মঞ্চের পাশে রাখা বাক্সে সমস্যার কথা লিখে জমা দিতে বলেন। পরে তা দেখে সমস্যার সমাধান করা হবে বলে তিনি বলেন। সেই সঙ্গে পাতড়া পঞ্চায়েত এলাকার মানুষের উদ্দ্যোশে বলেন, নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে। তা নিয়ে আতঙ্কের কিছু নেই।

                এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন সহ অন্যান্য নেতৃত্বরা।