অস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পদ্মপুকুর বাইপাস এলাকা থেকে অস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত দুষ্কৃতীর নাম আলতাব বৈদ্য (২৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তারা গোপন সূত্রে খবর পায়, বারুইপুর পদ্মপুকুর বাইপাসের ধারে অস্ত্র নিয়ে এক ব্যক্তি ঘোরাফেরা করছে। তড়িঘড়ি সেই এলাকায় পুলিশ যায় এবং সেই ব্যক্তিকে প্রথমে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সদুত্তর না দিতে পারায় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি বন্দুক (আগ্নেয় অস্ত্র) ও একটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে আরও খবর, এই দুষ্কৃতীর নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার বারুইপুর থানার পক্ষ থেকে ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।