অনুপ্রবেশ রোখার কাজ কেন্দ্রের: বিমান

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনী কি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিচ্ছে? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এইসব আশঙ্কা প্রকাশ করছেন। বৃহস্পতিবার বারুইপুরে একটি স্কুলের নতুন ঘর উদ্বোধন করতে এসে অনুপ্রবেশে প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডেকে বলেন, অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
বছরখানেক আগে স্কুলের একটি অনুষ্ঠানে এসে বিমানবাবু দেখেন, স্কুলের ঘরে ছাদ পুরোনো হয়ে যাওয়ায় ধসে পড়ছে। সেই অনুষ্ঠান থেকেই তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে কথা দিয়েছিলেন নতুন দু'টি ঘর তৈরি করে দেওয়া হবে। তার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে অর্থ সাহায্য করা হবে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের পাশে ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়কে। সেই মতো দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র জেলা পরিষদের তহবিল থেকে ৫০ লক্ষ টাকা প্রদান করেন।
স্কুলের ভগ্ন ঘরে পড়ুয়াদের সমস্যা বাড়ছিল। ভেঙে পড়ার আশংকায় বন্ধ হয়ে গিয়েছিল পঠনপাঠন। ছাত্রীদের এই সমস্যার কথা ভেবে বারুইপুরের মদারাট পঞ্চায়েতের ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের আর্থিক অনুদানে। বৃহস্পতিবার এই ভবনের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পরে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন অধ্যক্ষের কাছে স্কুলের অনেক পড়ুয়া কক্ষের অবস্থা খারাপ বলে অভিযোগ করে।বিমানবাবু তাঁদের আশ্বস্ত করেন। এদিন অনুপ্রবেশ প্রশ্নে অধ্যক্ষ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, রাজ্যের নয়। বারুইপুরের পুর এলাকা জলমগ্ন হওয়া নিয়ে বিমানবাবু বলেন, কলকাতা জলে ভাসছে। বিধানসভায় জল। এখানে সমস্যা হয়েছে। আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে। এবার বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি। তাই এই অবস্থা। তবে তিনি এও বলেন, চারদিকে পানীয় জলের পাইপলাইনের কাজ হচ্ছে। তার জন্য একটু সমস্যা হচ্ছে।