অনুপ্রবেশের চেষ্টা, গুজরাট থেকে গ্রেপ্তার ১৫ জন পাক জেলে
মার্কিন শুল্ক সংঘাতের মাঝেই শোনা গিয়েছে ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ভারতে অবস্থিত ইউক্রেনের রাষ্ট্রদূত জানালেন শীঘ্রই ভারতে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিশচুক ইউক্রেন ও ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরেন।তিনি বলেন, “বিশ্বাস করুন আমাদের সে সম্ভাবনা রয়েছে। উভয়পক্ষই এই বিষয়ে কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী জেলেনস্কিকে নয়াদিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি শীঘ্রই তিনি ভারতে আসবেন। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে লক্ষ্যে বিরাট পদক্ষেপ। শীঘ্রই এই সফরের তারিখ ঘোষণা করা হবে।” একইসঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ থামাতে ভারতকে অগ্রণী ভূমিকা পালনের আর্জি জানান পোলিশচুক। তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। ইউক্রেন চায় ভারত তাদের বন্ধু দেশের সঙ্গে আলোচনা করে এই যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।” ইউক্রেনের সঙ্গে ভারতের বন্ধুত্বের প্রশংসা করে পোলিশচুক বলেন, ২০২৩ সাল থেকে ইউক্রেন ও ভারতের মধ্যে আলোচনা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যা দুই দেশের সম্পর্কের জন্য অন্ত্যন্ত ভালো দিক। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই বার্তাকেও সমর্থন জানান ইউক্রেনের রাষ্ট্রদূত, যেখানে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “এই সময় যুদ্ধের নয়, বরং শান্তির। যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার মীমাংসা করা উচিৎ।” উল্লেখ্য, ২০২২ সাল থেকে যুদ্ধে মেতে রয়েছে রাশিয়া ও ইউক্রেন। ৩ বছর পেরিয়ে গেলেও যুদ্ধ এখনও থামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে তৎপর হলেও বিশেষ লাভ হয়নি। এই অবস্থায় নিষ্ফল আক্রোশে রাশিয়ার তেল কেনার জন্য ট্রাম্প এই যুদ্ধের দায় ভারতের উপর চাপিয়েছেন। নয়া দিল্লির উপর চাপানো হয়েছে বাড়তি শুল্ক। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে দোনেৎস্ক অঞ্চল তাদের হাতে তুলে দিলে তবেই থামবে যুদ্ধ। জটিল এই পরিস্থিতির মাঝে শোনা যাচ্ছে শীঘ্রই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে এবার জেলেনস্কির ভারত সফর নানা জল্পনা তৈরি করেছে।