৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল কেন্দ্র

৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল কেন্দ্র। তালিকায় রয়েছে ডায়বেটিস, হৃদরোগ এবং মানসিক রোগের একাধিক ওষুধ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক।জানা গিয়েছে, অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামল এবং ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভাস্ট্যাটিন ইত্যাদি কম্বিনেশনের ওষুধগুলির দাম কমতে চলেছে। পাশাপাশি, দাম কমতে চলেছে এম্পাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এবং মেটফর্মিনের মতো অ্যান্টি-ডায়াবেটিক ওষুধের। ডঃ রেড্ডিস ল্যাবরেটরির অ্যাসিক্লোফেনাক-প্যারাসিটামল-ট্রিপসিন কাইমোট্রিপসিন কম্বিনেশনের ওষুধের দাম ১৫ টাকা ০১ পয়সা থেকে কমে হচ্ছে ১৩ টাকা। এছাড়াও হৃদরোগে ব্যবহৃত অ্যাট্রোভাস্টাটিন ৪০ এমজি এবং ক্লপিডোগ্রেল ৭৫ এমজি-র কম্বিনেশনে তৈরি ওষুধের দামও কমছে। অন্যদিকে, ব্যথা উপশমকারী এবং প্রদাহ কমাতে সাহায্যকারী ডিক্লোফেনাক ইঞ্জেকশনের দাম কমে হয়েছে ৩১ টাকা ৭৭ পয়সা। পাশাপাশি, কেন্দ্রের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিটামিন ডি সাপ্লিমেন্ট কোলেক্যালসিফেরল ড্রপের দামও কমতে চলেছে। এছাড়াও শিশুদের সেফিক্সিম এবং প্যারাসিটামলের কম্বিনেশনে তৈরি ওরাল সাসপেনশনের দামেও রাশ টানা হয়েছে বলে খবর।কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্রেতার সুবিধার্থে নতুন নির্ধারিত ওই দামের তালিকা বিক্রেতাদের দোকানে ঝুলিয়ে রাখতে হবে। পুরনো দামে ক্রেতাদের কিনতে বাধ্য করা হলে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে দেশে ৭৪৮টি ওষুধের দাম বাড়ায় কেন্দ্র। মূল্যবৃদ্ধির বাজারে প্রাণদায়ী ওষুধের এই দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল আমজনতার। কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছিল বিরোধীরা। এই পরিস্থিতি ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।