হারানো মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : ছুটির দিনে হারানো মোবাইল হাতে পেতে ভিড় জমলো থানার সামনে। রবিবার হারানো মোবাইল হাতে পেতে থানার সামনে লম্বা লাইনে দাঁড়িয়েও মুখে চাওড়া হাসি। এদিন মগরাহাট থানার উদ্দ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, কারোর দু বছর আগে, কারোর এক বছর, আবার কারোর ছয় মাস আগে হারিয়েছে মোবাইল। কেউ বা রাস্তায়, কেউ বাজারে হারিয়েছে, আবার কারোর বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে মোবাইল। বর্তমান সময়ে ডিজিটাল যুগে মোবাইল হারিয়ে সমস্যায় পড়তে হয়েছে। নিজের মোবাইল হারিয়ে যাওয়ার পর লিখিত অভিযোগ করে মগরাহাট থানায়। মোবাইল হারানোর লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে মগরাহাট থানার পুলিশ। এরপরই উদ্ধার হয় ১২০টি হারিয়ে যাওয়া মোবাইল। উদ্ধার হওয়া মোবাইল গুলো ফিরিয়ে দিতে যার যার মোবাইল তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। যাদের মোবাইল হারিয়ে গিয়েছে, সঠিক প্রমাণ দেখে ১২০টি হারিয়ে যাওয়া মোবাইল তাঁদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরিয়ে দেন ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিক এবং মগরাহাট থানার পুলিশ আধিকারিক পীযূষ কান্তি মন্ডল। হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি সকলে।