স্বামী-স্ত্রী দু’জনেই নিয়ে যাচ্ছেন কৃষক যোজনার টাকা! কেন্দ্রের হাতে ৩১ লক্ষ সন্দেহজনক নাম

Oct 13, 2025 - 18:44
 15
স্বামী-স্ত্রী দু’জনেই নিয়ে যাচ্ছেন কৃষক যোজনার টাকা! কেন্দ্রের হাতে ৩১ লক্ষ সন্দেহজনক নাম

সংবাদ সংস্থা ঃ প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির আওতায় কৃষক পরিবারগুলি বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সুবিধা পায়। বছরে তিনটি কিস্তিতে (২০০০ টাকা করে) কৃষক পরিবারগুলিকে এই টাকা দেয় কেন্দ্র। সরকারি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়। প্রকল্পের নিয়ম অনুসারে, কৃষক পরিবার বলতে স্বামী-স্ত্রী এবং তাঁদের নাবালক সন্তানকে বোঝায়। তথ্য খতিয়ে দেখতে গিয়ে উঠে এসেছে, শুধু স্বামী-স্ত্রী উভয়ের নামেই নয়, কখনও কখনও নাবালক সন্তানের নামও জুড়ে গিয়েছে উপভোক্তাদের তালিকায়। সূত্রের খবর, তথ্যানুসন্ধানের সময়ে এমন প্রায় ১ লক্ষ ৭৬ হাজার নাম পাওয়া গিয়েছে। ওই উপভোক্তাদের তথ্য যাচাই করতে শুরু করেছে কেন্দ্র। ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পের আওতায় ৩১ লক্ষেরও বেশি উপভোক্তাকে ‘সন্দেহজনক’ বলে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুসারে, কৃষক পরিবারপিছু একজনের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে কোথাও কোথাও স্বামী-স্ত্রী উভয়েই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে সন্দেহ কেন্দ্রের। সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে, কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক তথ্যযাচাই করার সময়েই এই সন্দেহজনক উপভোক্তাদের বিষয়টি নজরে আসে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ওই ‘সন্দেহভাজন’ উপভোক্তাদের তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে।