সোনারপুরে চপারকাণ্ডে দুই নাবালক গ্রেপ্তার বারুইপুরে

Sep 15, 2025 - 23:58
 15
সোনারপুরে চপারকাণ্ডে দুই  নাবালক গ্রেপ্তার বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: ছিনতাইয়ে বাধা রেপিডো বাইক চালককে চপারের কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। এই ঘটনায় দু'জন নাবালককে আটক করেছে পুলিশ। রাত দেড়টা নাগাদ রেপিডো বাইক চালক বাড়ি ফিরছিলেন। গড়িয়া বারুইপুর রোডের মালঞ্চ থেকে মল্লিকপুরের রাস্তায় ঢুকেছিলেন সবে। সোনারপুর ও বারুইপুর থানার বর্ডারে সরকার মোড়ের কাছে অন্ধকার জায়গাতে হঠাৎ দু'জন তাঁর বাইকের সামনে এসে দাঁড়ায়। রেপিডো বাইক চালক গাড়ি স্লো করতেই দু'জন তাঁর গাড়ির হ্যান্ডেল ধরে নেয়। বাইক চালকের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। রেপিডো চালক বাধা দিলে তখনই তাঁর শরীরের একাধিক জায়গায় এলোপাথাড়ি চপার দিয়ে কোপাতে থাকে দুই ছিনতাইবাজ। তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকে ওই রেপিডো বাইক চালক। ততক্ষণে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই ছিনতাইবাজ। চালক চিৎকার করতে করতে ওই দু'জনের পিছনে বাইক নিয়ে ধাওয়া করেন। সেই সময় স্থানীয় কয়েকজন চিৎকার শুনে রাস্তায় বেরিয়ে এসে ওই দু'জন ছিনতাইবাজকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। পুলিশ গুরুতর আহত রেপিডো বাইক চালককে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গুরুতর আহত রেপিডো বাইক চালকের নাম মহম্মদ মেহেবুব। বাড়ি বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুরের ফরিদপুর এলাকায়। দুই ছিনতাইবাজকে জেরা করে পুলিশ তাজ্জব বনে যায়। ধৃত দু'জনের বাড়ির মল্লিকপুর এলাকায়। দু'জনেই নাবালক। ধৃত দু'জনকে সঙ্গে নিয়ে সোনারপুর থানার পুলিশ ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাস্তার পাশে একটি মাঠের ঝোঁপ থেকে উদ্ধার করে। ধৃত দুই নাবালকের একজনের বিরুদ্ধে এর আগেও মল্লিকপুর এলাকায় এক নাবালককে চপার দিয়ে কোপানোর অভিযোগ ছিল। এই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কে রয়েছে মালঞ্চ সরকার মোড়ের স্থানীয় বাসিন্দারা।