শিক্ষক দিবস উদযাপিত ডায়মন্ড হারবারে
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: শুক্রবার ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে প্রাক্তন ও নতুন প্রজন্মের শিক্ষকদের নিয়ে সর্বপল্লি রাধাকৃষ্ণানের ১৩৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপিত হল। ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক সামিম আহমেদের আহ্বানে শিক্ষক-শিক্ষিকাদের মঞ্চে তুলে ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক তথা অনুষ্ঠানের সভাপতি পান্নালাল হালদার, আইসি অমরজিত বিশ্বাস, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্যা মনোমোহিনী বিশ্বাস, পুরসভার চেয়ারম্যান প্রণব দাস, অনুষ্ঠানের সঞ্চালক শশাঙ্ক পুরকাইত, রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, জাহির আব্বাস, শিক্ষিকা মিতা কাঞ্জি, প্রাক্তন শিক্ষক বেণুজিৎ পুরকাইত সহ অন্যান্য স্কুলের প্রাক্তন, বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিন রবীন্দ্র ভবনে শিক্ষক দিবসের মঞ্চে মহকুমার স্কুল ও মাদ্রাসা বোর্ডের প্রথম থেকে দশম পর্যন্ত স্থানাধিকারী কৃতী ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।