মহালয়ায় গঙ্গাসাগরে পুণ্যার্তির ঢল

Sep 21, 2025 - 12:04
 16
মহালয়ায় গঙ্গাসাগরে পুণ্যার্তির ঢল

সানওয়ার হোসেন, সাগর : রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুরু। আকাশে বাতাসে পুজোর গন্ধ। সমগ্র রাজ্যের গঙ্গার ঘাটগুলিতে চলে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ। আগমনীর সুরে প্রাণের উৎসবের ঢাকের কাঠি। মহালয়ার ভোরে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়, ভোর থেকেই চলে নিয়মনিষ্ঠার সঙ্গে তর্পণ।

মহালয়ার দিনে মানুষ গঙ্গাসাগরে আসে তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে, শুদ্ধিকরণ এবং মোক্ষলাভের আশায় এখানে পবিত্র ডুব দিতে ও তর্পণ করতে, এবং কপিল মুনি মন্দিরে পূজা করতে। 

গঙ্গাসাগর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই স্থানে মকর সংক্রান্তির সময় এক বিশাল ধর্মীয় মেলার আয়োজন করা হয়, যা গঙ্গাসাগর মেলা নামে পরিচিত। 

তবে এ বছর মহালয় গঙ্গাসাগরে রেকর্ড মানুষের সমাগম বলে দাবি প্রশাসনের। প্রশাসনের নিরাপত্তা ও বিভিন্ন পরিষেবায় সন্তোষ প্রকাশ করেছেন বহু পুণ্যার্থী। এদিন গঙ্গাসাগরে সমুদ্রের স্নান করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। পুণ্য স্নানের পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের নিয়ে কপিলমনি মন্দিরে পূজো দেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই পুণ্য লগ্নে গঙ্গাসাগরে অসংখ্য তীর্থযাত্রীর সমাগম ঘটেছে। কপিলমুনি মন্দিরের আশেপাশেও হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। এই মহালয়ার পুণ্য লগ্নে গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের ঢল নেমেছে, এবং এটি একটি মনোরম দৃশ্য। মহালয় গঙ্গাসাগরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।