ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত দুই পড়ুয়া সহ টোটো চালক
বিশ্ব সমাচার, নামখানা : পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন টোটো চালক সহ দুই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর নামখানার হাসপাতাল মোড়ের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে একটি ইট বোঝাই চার চাকা গাড়ি নামখানার দিক থেকে বকখালিতে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি টোটো দুজন পড়ুয়াকে নিয়ে নামখানার দিকে আসছিল। যখন টোটোটি হাসপাতাল মোড়ের কাছে আসে, সেই সময় ইট বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় টোটো চালক সহ দুজন পড়ুয়া গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত তিন জনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমান তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ১১৭ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।