বিবাহিত দুই তরুণীকে আশীর্বাদ করলেন দুই সাংসদ
রফিকুল ঢালী, কুলতলি : সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়েছেন। সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম করে লক্ষ্যে স্থির থেকেছেন। এই ঘটনা সাধারণত ব্যতিক্রমী। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের আশীর্বাদ ও অভিনন্দন জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার
সোমবার কুলতলী গ্রামে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সেখানেই সবাই তাঁদের আশীর্বাদ করেন।