বারুইপুরে গ্রেফতার টোটো চুরির পান্ডা, উদ্ধার টোটো
বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুরে টোটো চুরি কাণ্ডের পান্ডা বিজেপি নেতা গ্রেফতার। গত ১৫ আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এসআই রনি সরকারের নেতৃত্বে টিম তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই হদিশ মেলে চুরির পান্ডা চন্দনের। হাওড়া স্টেশনে দুপুর ১টায় ট্রেন ধরতে এলে তাকে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, চন্দন টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও। এই চন্দনের সঙ্গেই রিসিভার রামপদের জেলে আলাপ হয়েছিল। চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামপদের কাছে। রামপদ টোটো বিক্রি করত সর্বাধিক ১ লক্ষ টাকায়, কখনও ২৫ হাজার টাকায়।