বারুইপুরে একমাস ব্যাপী শুরু হল মিলন মেলা
প্রদীপ কুমার সিংহ,
বারুইপুর : বুধবার সন্ধ্যা থেকে শুরু হল এক মাস ব্যাপী বারুইপুর মিলন মেলা। দেখতে দেখতে ১৬তম বর্ষে পদার্পণ করল। শুধু রাজ্য নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে এই মেলায়। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী সহ একাধিক ব্যক্তিত্ব।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলবে এই মিলন মেলা। মেলার কর্ণধার সঞ্জীব সরকার বলেন, এ রাজ্য এবং ভিন রাজ্যের স্টল মিলিয়ে মোট ৬৬টা স্টল আছে এই মেলায়। ছোট-বড় মিলিয়ে ১৬টিরও বেশি রাইড রয়েছে।প্রতিদিন সাড়ে তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই মেলা। এবারে মেলার বিশেষ আকর্ষণ ইন্দোনেশিয়ার শিল্পী দ্বারা পরিচালিত জল পরী শো, সুনামি রাইড। এছাড়াও থাকছে টোরা টোরা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, জাম্পিং ফ্রগ, যাইন্ড হুইল। কেনাকাটার সাথে থাকছে ভুরিভোজের ব্যবস্থা। বাংলাদেশের পিঠাপুলি থেকে ঢাকাই পরোটা, বিভিন্ন ধরনের চাট মশলা থেকে আরম্ভ করে মেলার বাদাম গুঁড়ে জিলাপি সবই থাকছে এই মেলায়।
বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে শিল্পীরা এসেছেন কাঁথা স্টিচের ডালি নিয়ে।
মেলা ঘিরে থাকে সিসিটিভি ক্যামেরা এবং প্রচুর নিরাপত্তা কর্মী। ঠান্ডার শুরুতেই এরকম একটা মেলা উপহার পেয়ে খুশি বারুইপুরের বাসিন্দা
রা।