বাড়ির ভিতর থেকে মা ও ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার দুই

Oct 6, 2025 - 13:07
 279
বাড়ির ভিতর থেকে মা ও ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার দুই

সানওয়ার হোসেন, কুলপি : বাড়ির ভিতর থেকে মা ও ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কুলপি ব্লকের ঢোলাহাট থানার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। মৃতরা হলেন মনোয়ারা বিবি (৩৬) ও তাঁর ছেলে আনোয়ার হালদার (৭)। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতা গৃহবধূ মনোয়ারার পরিবার ঢোলাহাট থানায় খুনের একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

                স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা বাড়ির ভিতরে দুই জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা পুলিশে খবর দেন। পরে ঢোলাহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।

               এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা মোরসেলিম হালদার বলেন, "শুনছি প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো। তবে এদিন রাতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছিল কিছু বোঝা যায়নি। সকাল বেলায় মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।"

                 মনোয়ারার দাদা মুজিবর পাইক বলেন, "বোনের কাছে নগদ দেড় লক্ষ টাকা ছিল। এছাড়াও সোনার গহনা ছিল। প্রায় সময় তাঁর স্বামী এই টাকা চাইতো। কিন্তু তাঁর সঞ্চয় করা টাকা সে কাউকে দিতে চাইতো না। এগুলি নেওয়ার জন্য তাঁর স্বামী ফিরোজ হালদার সহ তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন মিলে বোন ও তাঁর ছেলেকে খুন করেছে। এই বিষয়ে থানায় ছয় নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।"

               সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, "এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল মানিকজান বেওয়া ও আসমা বিবি। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।"