প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরে রেললাইনে আত্মহত্যার চেষ্টা বধূর

Aug 18, 2025 - 21:11
 26
প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরে রেললাইনে আত্মহত্যার চেষ্টা বধূর

বিশ্ব সমাচার, বারুইপুর: প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরে এক গৃহবধূ রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে বাঁচান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বৈষ্ণবপাড়া দু'নম্বর রেলগেটের কাছে রবিবার রাতে।

খবর পেয়ে গৃহবধূর প্রেমিকও দ্রুত চলে আসেন রেলগেটে। খবর দেওয়া হয় বারুইপুর জিআরপিকে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। তাঁর প্রেমিককে থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। ওই গৃহবধূর বাড়ির লোকজনকেও পুলিশ খবর দেয় বলে জানা গিয়েছে।

রবিবার রাতে আত্মহত্যার জন্য ডাউন লাইনে বসে পড়েন ওই গৃহবধূ। সেই সময় বারুইপুর থেকে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুরের বৈষ্ণবপাড়া দু'নম্বর গেটের কাছে এসে পড়ে। শাসন স্টেশন থেকে আপ লক্ষ্মীকান্তপুর ছেড়েছিল। স্থানীয় বাসিন্দারা কেউ লাল গামছা উড়িয়ে, কেউবা লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর জন্য অনুরোধ করেন। এরপরেই থামিয়ে দেয় আপ ও ডাউন ট্রেন। তার জেরেই ওই গৃহবধূর প্রাণ বাঁচে। জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি মল্লিকপুরে। প্রেমিকের বাড়ি মথুরাপুরে। সেও বিবাহিত। প্রেমিক রফিকুল শেখের সঙ্গে প্রেমিকার ফোনে সম্পর্ক নিয়ে রাগারাগি হয়। তার জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ এই ব্যাপারে ওই গৃহবধূ, তাঁর স্বামী ও প্রেমিককে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। এলাকাবাসীর তৎপরতায় গৃহবধূ জীবন ফিরে পেলেন।