প্রাণহানির আশঙ্কা রাহুলের

প্রাণহানির আশঙ্কা রাহুল গান্ধীর! তাঁর অভিযোগ, বিজেপির দুই সাংসদ তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন।সাভারকরের বিরুদ্ধে তাঁর বক্তব্যের কারণে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ২৪ জুলাই নাসিকের একটি আদালত তাঁকে এই মামলায় জামিন দেয়। রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ার জানিয়েছেন, কংগ্রেস দলের তরফে একটি আলাদা মামলা দায়ের করা হয়েছে যাতে সম্পূর্ণ রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে একত্রে দেখা হয়।পাওয়ার জানিয়েছেন, গত ১৫ দিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন। সংসদে হিন্দুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বাদানুবাদ হয়েছে। এই সময়কালেই দুই বিজেপি সাংসদ রাহুলকে হুমকি দিয়েছেন। তাঁর ভবিষ্যৎ ইন্দিরা গান্ধীর মত হবে বলার পাশাপাশি রাহুলকে সবথেকে বড় সন্ত্রাসবাদী বলে হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা আদালতে বিচারাধীন। যারা বলেছেন তাঁরা সাভারকরের অনুগামী। বর্তমানে রাহুল যে অবস্থান নিয়েছেন সেই কারণে তাঁর ক্ষতি করা হতে পারে। আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং ১০ সেপ্টেম্বর আগামী শুনানি হবে বলে জানিয়েছেন পাওয়ার।