প্রতিমা তৈরি শিখে গ্রামে দুর্গাপুজো শুরু করেন নামখানার যুবক

Sep 7, 2025 - 21:18
 92
প্রতিমা তৈরি শিখে গ্রামে দুর্গাপুজো শুরু করেন নামখানার যুবক

শুভজিৎ শাসমল, নামখানা: নিজের ইচ্ছাতেই দুর্গাপ্রতিমা তৈরি করা শিখে ঠাকুর গড়ে পুজো করেন নামখানার মদনগঞ্জের এক যুবক। ওই যুবকের নাম তরুণ প্রধান। ২৫ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি।

ছোটবেলায় ঠাকুর দেখতে যেতেন নিজের গ্রামের বাইরে অন্য গ্রামে। সেই থেকে প্রতিমা তৈরির কথা মাথায় আসে। যেমন ভাবনা তেমন কাজ। বাড়িতে এসে তৈরি করতে শুরু করেন প্রতিমা। ছোটো ছোটো ঠাকুর তৈরি করছিলেন তিনি। কিন্তু সেগুলি মনের মতো হত না। ফলে বাইরে থেকে অন্য শিল্পীদের কাছে প্রতিমা তৈরি শিখতে যান। শিখে এসে বাড়িতেই তৈরি করতে শুরু করেন বড় প্রতিমা গড়ার কাজ। তাঁর সেই কাজে উৎসাহ জোগান গ্রামবাসীরা। তাঁর হাত দিয়েই গ্রামে শুরু হয় দুর্গাপুজো। তাঁর হাত ধরে গ্রামে বয়ে আসে খুশির জোয়ার। এখন প্রতি বছর পুজো আসলেই তিনি ঠাকুর তৈরির কাজে মেতে ওঠেন। এভাবে নেহাত শখের বশে ঠাকুর তৈরি থেকে শুরু করে সেটাই যে তাঁর পেশা হয়ে যাবে, তা ভাবতে পারেননি তিনি‌।

এখন নিজের গ্রামের প্রতিমা ছাড়াও আরও কিছু ঠাকুর তৈরি করেন তিনি। সেগুলি আশেপাশের গ্রামগুলিতে নিয়ে যাওয়া হয়। তাঁর এই কাজ প্রশংসা কুড়িয়েছে সকলের।

ঠাকুর তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। তার মাঝেই পুরোনো দিনের কথা মনে করে এখনও অতীতে হারিয়ে যান তরুণ। ছোট ঠাকুর থেকে বড় ঠাকুর তৈরি সহ আরও অনেক কিছুই মনে পড়ে তাঁর।

তিনি জানিয়েছেন, আগে মণ্ডপ তৈরি করে পুজো করলেও এখন পাকা দুর্গাদালান তৈরির কাজ চলছে। এবছর থেকে সেখানেই প্রতিমা উঠবে। নিজের একক প্রচেষ্টায় গ্রামে এই পুজোর প্রচলন করায় খুশি তরুণবাবু।