নির্যাতনের প্রতিকারে মহিলাদের সহায়তা কেন্দ্রের উদ্বোধন বারুইপুর হাসপাতালে
বিশ্ব সমাচার, বারুইপুর: ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন হল বারুইপুর হাসপাতালে। উদ্বোধন করেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিকাশ কল্যাণ দপ্তরে কমিশনার পর্ণা চন্দ্র, দক্ষিণ ২৪ পরগনার প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর ভাস্কর পাল, বারুইপুরের মহকুমা শাসক চিত্রদীপ সেন, মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায়, উপপৌরপ্রধান গৌতম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলন করেন বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। ওয়ান স্টপ সেন্টার ভবনের ফিতে কাটেন বিমান বন্দ্যোপাধ্যায়।
বিমানবাবু বলেন, পারিবারিক হিংসা বা যে কোনও ধরনের নির্যাতনের শিকার মহিলাদের সহায়তা কেন্দ্র গড়ে উঠল জেলায় এই প্রথম। তিনি আরও বলেন, মহিলারা পরিবারে থেকে নির্যাতিতা হলে, গৃহবধূরা শ্বশুরবাড়িতে নির্যাতিতা হলে তাঁদের পুলিশি সহায়তা, চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা, আপদকালীন আশ্রয় ও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। তবে এই সেন্টারে দু'-তিন দিনের জন্য মহিলাকে রাখা হবে। তারপর তাঁর বাড়ির খোঁজখবর নিয়ে সেখানে পুলিশের মাধ্যমে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। তাতে যদি না হয়, তাহলে পরে হোমের ব্যবস্থা করে দেওয়া হবে।এই সেন্টারে একসঙ্গে পাঁচজন মহিলা থাকতে পারবেন।