নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় শুরু হল এস আই আর এর ফর্ম বিলি
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ শুরু হল এস আই আর। কেন্দ্র নির্বাচন কমিশনের নির্দেশ মতো মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন বথু এলাকার সঙ্গে ডায়মন্ড হারবার ১ নং ব্লকের নেতড়া পঞ্চায়েত এলাকার কামালপুর বুথে বাড়ি বাড়ি ফর্ম দিলেন বি এল ও (বুথ লেবেল অফিসার) অফিসার সানোয়ার পুরকাইত। এছাড়াও বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ মহকুমা জুড়ে এই কাজ শুরু হয়েছে।
অন্যদিকে নির্বাচন কমিশন ওয়েবসাইটে কুলপি বিধানসভা এলাকার ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না এখানকার বাসিন্দারা। যা নিয়ে আতঙ্কে আছে ওই বিধানসভা এলাকার বাসিন্দারা। এর মধ্যে কুলপি বিধানসভা এলাকার শাসকদলের নেতৃত্বরা ওখানে মাইকে প্রচার চালিয়ে যাচ্ছে যাতে আতঙ্ক না ছড়ায়। এবিষয়ে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার জানান, সারা রাজ্যে ২৯৪টা বিধানসভা এলাকার মধ্যে ২৯৩টা বিধানসভা এলাকার মানুষের নাম ২০০২ সালের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকায় আছে। একমাত্র কুলপি বিধানসভা এলাকার নাম নেই। এবিষয়ে আমরা লিখিত ভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। কোন সদ উত্তর নেই। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। কীভাবে একটা বিধানসভা এলাকার মানুষের ভোটার তালিকা নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে বাদ যেতে পারে? এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। যা জানানোর নেতৃত্বকে জানানো হয়েছে। যাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে তারজন্য আমরা মাইকে প্রচার করছি। আপাতত ২০০৩ সালের ভোটার তালিকা নিয়ে কাজ চালাচ্ছে মানুষ। কিন্তু শেষ পর্যন্ত ২০০৩ সালের ভোটার তালিকা নির্বাচন কমিশন গ্রহণ করবে কী না, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।