নির্দিষ্ট ওজনের বেশি মালপত্র সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেই জরিমানা, দুই স্টেশনে চালু নিয়ম
এবার থেকে নির্দিষ্ট ওজনের বেশি মাল বহন করলে জরিমানা দিতে হবে ট্রেনযাত্রীদের! আপাতত উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে পরীক্ষামূলক ভাবে এই নিয়ম চালু হচ্ছে। পরে ভারতজুড়ে চালু হতে পারে অতিরিক্ত লাগেজে জরিমানার নিয়ম।উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী। তিনি মনে করিয়ে দিয়েছেন, অতিরিক্ত লাগেজের জন্য জরিমানার নিয়ম থাকলেও তা বাস্তবে কার্যকর নয়। তিনি বলেন, “ট্রেনে যেমন টিকিট কেটে ওঠাটা নিয়ম, তেমনই একটি নির্দিষ্ট ওজনেরই মালপত্র নিয়ে ওঠা যায়। সেই ওজনের বেশি হলে মালপত্রের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয়। সেই নিয়মের কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে।” সেই কারণেই প্রয়াগরাজ এবং প্রয়াগরাজ ছিওকি স্টেশনে মালপত্র স্ক্যান করে দেখা হবে, মালপত্রের নির্দিষ্ট পরিমাণের বেশি হলে জরিমানাও দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। রেলের তরফে জানানো হয়েছে, ইতিবাচক সাড়া মিললে ধাপে ধাপে সব স্টেশনেই এই নিয়ম চালু হবে। কিন্তু লাগেজ সংক্রান্ত ঠিক কী নিয়ম রয়েছে রেলের? এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ট্রেনযাত্রা করতে পারেন। সাধারণ কামরার যাত্রীরা সর্বোচ্চ ৩৫ কেজি মালপত্র সঙ্গে রাখতে পারেন। যদিও এই নিয়ম কার্যকর হত না এতদিন। অতিরিক্ত ওজন নিয়ে দিব্য সফর করতেন যাত্রীরা। রেল সূত্রে খবর, এবারে আর তেমনটা চলবে না। ট্রেনের ভিতর চলাফেরার জায়গায় মালপত্র থাকলেও জরিমানা করা হবে বলে জানা গিয়ছে।উত্তর-মধ্য রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) হিমাংশু শুক্ল জানিয়েছেন, আরপিএফ মালপত্র স্ক্যানের দায়িত্ব নেবে। অন্যদিকে রেলের বাণিজ্য বিভাগ কর্মীরা ব্যাগের মাপ ও ওজন পরীক্ষা করবেন। অতিরিক্ত ওজন থাকলে জরিমানা করা হবে। অন্যদিকে এমন জিনিস যা রেল সফরে থাকা নিষিদ্ধ, তেমন মাল নিয়ে উঠলে ব্যবস্থা নেবে আরপিএফ।