নামখানায় বিজেপির বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ

Sep 13, 2025 - 22:25
 194
নামখানায় বিজেপির বিক্ষোভ  মিছিল ও পথ অবরোধ

শুভজিৎ শাসমল, নামখানা: শনিবার নামখানায় বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চা ও কৃষাণ মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করা হয়। প্রথমে মথুরাপুর সাংগঠনিক জেলার সাগর মণ্ডল ৫-এর ভারতীয় জনতা যুব মোর্চার কার্যালয় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল বেরোয়। পরে নামখানার হাসপাতাল মোড়ে ২০ মিনিট পথ অবরোধ করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দহন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের অপমানের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। অবরোধের দরুন রাস্তার দু'দিকে সারি সারি গাড়ি দাঁড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছন নামখানা থানার পুলিশ। প্রায় ২০ মিনিট পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এ বিষয়ে ভারতীয় জনতা যুব মোর্চার মথুরাপুর সাংগঠনিক জেলার মণ্ডল ৫ এর সভাপতি অভিজিৎ মাইতি বলেন, টিএমসিপির ছেলেরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে অপমান করেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৃত মাকে অপমান করেছে। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা সব সময় পথে আছে ও থাকবে। আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে।