নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী, চলছে তল্লাশি
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে নেমে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর নাম বিশাল তিমসিনা (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে এফ বি ভদ্রকালী নামক ট্রলারটি দাঁড়িয়েছিল। বিশাল ওই ট্রলারের একজন কর্মী ছিলেন। সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ তিনি ওই ট্রলারে ওঠার জন্য নামখানার খেয়াঘাটে এসেছিলেন। সেই সময় খেয়া ঘাটে কোনও নৌকা ছিল না। বাধ্য হয়ে তিনি ট্রলারে ওঠার জন্য নদীতে নেমে সাঁতার কাটা শুরু করেন। কিন্তু সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। সেই স্রোতে তিনি তলিয়ে যান। বিষয়টি স্থানীয় কয়েকজন মৎস্যজীবী দেখতে পান। এরপরই তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।