দৃষ্টিহীন ক্রিকেটারদের সিলেকশন ক্যাম্প হল বারুইপুরে
প্রদীপ কুমার সিংহ,
বারুইপুর : ইয়ার, ইয়ার, হিয়ার, রেডি, হ্যাঁ এমনই শব্দ শোনা গেল বারুইপুর থানার ফুলতলার বি ডি ও মাঠে শনিবার দুপুরে। সেখানে তিন দিনব্যাপী সিলেকশন ক্যাম্প হচ্ছে দৃষ্টিহীন ক্রিকেটারদের জন্য। সারা বাংলার নদিয়া, ঝারখন্ড, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ প্রায় ২৪টি জেলা থেকে প্রায় ৩০ জন ক্রিকেটার এই সিলেকশন ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। মোট ২০ জনকে এই সিলেকশন ক্যাম্পে থেকে নেওয়া হবে। ভারতের যেমন প্রত্যেকটি রাজ্য নিয়ে রঞ্জি ট্রফি হয়। তেমনই ভারতের ৩২টি রাজ্যের দৃষ্টিহীন ক্রিকেটারদের নিয়ে একটি ক্রিকেট প্রতিযোগিতা হয়। যার নাম নাগেশ ট্রফি। এটি আগামী ডিসেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হবে। বাংলা থেকে যেসব দৃষ্টিহীন ক্রিকেটার আছে তাঁদের সিলেকশন হবে। এই দিন প্রায় ২০ থেকে ২২ জন দৃষ্টিহীন ক্রিকেটার এই শিবিরে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিল শেষ দৃষ্টিহীনদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন শুভেন্দু মাহাতো। তিনি এই শিবিরে অংশগ্রহণ করেন। শুভেন্দু মাহাতো বলেন, ১১ জন ক্রিকেটার ফাস্ট টিমে থাকে। তাদের তিন ধরনের ক্যাটাগরি থাকে। এক হচ্ছে পুরো দৃষ্টিহীন থাকবে। তার মধ্যে চার জন ৬০% দৃষ্টিহীন আছে, এমন খেলোয়াড় থাকে। চারজন ৩০% দৃষ্টিহীন। এরা কেউ বলার, কেউ ব্যাটসম্যান, কেউবা ফিল্ডার। তবে এদের খেলার একটা নিয়ম আছে। ক্রিকেটের যে বল থাকবে, সেই বল ভেতরে ঝুনঝুনের আওয়াজ হবে। সেই আওয়াজ অনুযায়ী ব্যাটসম্যান, বলার বা ফিল্ডার বলের গতি বিধি বলতে পারে। যখন খেলা হবে তখন উইকেট কিপার তিনবার বলবে হিয়ার, হিয়ার, হিয়ার। বোলার যখন বল করতে যাবে তখন ব্যাটসম্যান কে জিজ্ঞেস করবে রেডি? ব্যাটসম্যান উত্তর দেবে হ্যাঁ তখনই বল করবে বোলার।