দুই নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযুক্তকে যাবজ্জীবনের নির্দেশ

Aug 13, 2025 - 00:07
 19
দুই নাবালিকাকে যৌন নির্যাতনে  অভিযুক্তকে যাবজ্জীবনের নির্দেশ

বিশ্ব সমাচার, বারুইপুর: দুই নাবালিকাকে যৌন নির্যাতন করার জন্য আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দিলেন বিচারক। দণ্ডপ্রাপ্তের নাম আবির হোসেন মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত নতুন হাটে। সারা জীবনের জন্য জেলে রাখার নির্দেশ দেন বারুইপুর মহকুমার পস্কো আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। এই মামলার স্পেশাল অ্যাডভোকেট রুনুরাজ মণ্ডল মঙ্গলবার বিকালে বারুইপুর কোর্টে সাংবাদিকদের বলেন, ২০২০ সালের ২০ মে সকালে বকুলতলা থানা এলাকায় আবির হোসেন মোল্লা গ্রামের তিনজন নাবালিকাকে সবেদা বাগানে নিয়ে গিয়ে দু'জন নাবালিকাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। অন্য নাবালিকা পালিয়ে যায় এই অবস্থা দেখে। আবির হোসেন ওই নাবালিকাদের বাড়িতে বললে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ। পরের দিনই ওই দুই নাবালিকাকে আবার ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। নাবালিকাদের চিৎকারে গ্রামের লোকেরা ছুটে আসেন। ঘটনাস্থল থেকে তখন আসামি পালিয়ে গিয়েছিলেন। নাবালিকার অভিভাবকরা বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আসামি আবির হোসেন মোল্লাকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করে। এতদিন আসামিকে জেলে রেখেই এই মামলা চলে। শেষে বারুইপুর মহকুমা আদালতের বিচারক সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার বিচারক আসামিকে সারা জীবনের জন্য জেলে রাখার এবং এক লক্ষ টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেলের নির্দেশ দেন।এছাড়াও ওই দুই নাবালিকাকে ২ লক্ষ টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।