দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির পর, অবশেষে পুলিশের জালে চোর

Nov 14, 2025 - 12:10
 62
দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরির পর, অবশেষে পুলিশের জালে চোর

প্রদীপ কুমার সিংহ,  

বারুইপুর : দীর্ঘদিন ধরে বৈদুতিক যন্ত্রাংশ চুরি হচ্ছিল। এর জেরে এলাকায় বিদ্যুতের সমস্যা হচ্ছিল। বেড়ে যাচ্ছিল লোডশেডিং। অবশেষে চোরকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম তাপস মন্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার কালিকাপুর মেলিয়া এলাকায়। বেশ কিছুদিন ধরেই বারুইপুর বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরি হচ্ছিল। ফলে এলাকায় লোডশেডিং বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বারুইপুর থানার উকিলপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে এক ব্যক্তি বিদ্যুতের কিছু যন্ত্রাংশ ব্যাগে করে নিয়ে যাচ্ছিল। এমন সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখান থেকে যাচ্ছিলেন এবং তাঁকে দেখে সন্দেহ হয়। তাপস প্রথমে অস্বীকার করে। কিন্তু তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্রাংশ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বারুইপুর বিদ্যুৎ অফিস থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। ঘটনাস্থলে তড়িঘড়ি পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তাপস খাবার ডেলিভারি করতো। পাশাপাশি সে বিদ্যুতের মিস্ত্রি ছিল। তার কাছ থেকে বিদ্যুতের মেশিন তার উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধৃতকে ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতের তোলা হয়।