ডোভালের পরে মস্কো যাচ্ছেন জয়শঙ্কর

মস্কো যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২১ অগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে দু’দেশের বিদেশমন্ত্রীর।সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে শুল্ক ছিল ২৫ শতাংশ। পরে তা বৃদ্ধি করে ৫০ শতাংশ করে দেয় আমেরিকা। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার কারণেই ভারতের উপর এই শুল্ককোপ, তা-ও গোপন রাখেননি মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া এবং ভারতকে এক বন্ধনীতে রেখে উভয় দেশের অর্থনীতিকেই ‘মৃত’ বলে কটাক্ষ করেছেন তিনি। তবে ট্রাম্পের শুল্ক-হুমকির পর রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করেনি ভারত। বরং, দীর্ঘদিনের বাণিজ্যিক বন্ধুর সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করার বার্তা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।ট্রাম্পের শুল্কনীতির জেরে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মাঝেই রাশিয়া থেকে ঘুরে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রুশ সংবাদ সংস্থা ‘ইন্টারফ্যাক্স’ ডোভালকে উদ্ধৃত করে জানিয়েছে, অগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। যদিও নির্দিষ্ট ভাবে কোনও তারিখ এখনও জানা যায়নি। এরই মধ্যে রুশ বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, আগামী ২১ অগস্ট মস্কোয় বৈঠকে বসবেন দু’দেশের বিদেশমন্ত্রী। আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝে জয়শঙ্করের রাশিয়া সফর এই বৈঠকের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।