জামিন পেলেন ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’

জামিন পেলেন ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়া। বিচারবিভাগীয় হেফাজত থেকে সঞ্জীবকে মুক্তির নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে সঞ্জীবের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তার পরই তাঁকে জামিন দিল আদালত।বিচারক সুনীল কুমার সিংহের কাছে সঞ্জীব আবেদন জানান, ৯০ দিন ধরে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। কিন্তু সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর সঞ্জীবের জামিন মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, ২০২৪ সালের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় মূলচক্রী হিসাবে সঞ্জীবের নাম উঠে আসে। প্রশ্ন ফাঁসের সেই ঘটনা গোটা দেশ জুড়ে শোরগোল ফেলে গিয়েছিল। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হন। সেই তালিকায় যেমন পড়ুয়াও ছিলেন, আবার শিক্ষকও ছিলেন। একের পর এক গ্রেফতারি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই মামলার মূলচক্রী সঞ্জীবের কোনও হদিস পাচ্ছিল না পুলিশ।উত্তরপ্রদেশে কনস্টেবল পরীক্ষার প্রশ্নফাঁসে যে চক্রটি কাজ করেছিল, সেই চক্রের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার যোগ ছিল বলে দাবি ওঠে। ঘটনাচক্রে, কনস্টেবলের পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছিলেন, তাঁদের প্রত্যেকের মুখেই সঞ্জীবের নাম উঠে আসে। সঞ্জীবের এই প্রশ্নফাঁসের জাল শুধু বিহারেই নয়, বিহার ছাড়িয়ে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানেও বিস্তৃত ছিল বলে পুলিশের দাবি।