ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বিক্ষোভ অভিভাবকদের

বিশ্ব সমাচার, পাথরপ্রতিমা : পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবীকারা স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ঢোলাহাট থানা এলাকায়। এই বিষয়ে ওই ছাত্রীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই থানা এলাকার একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অভব্য ব্যবহার করছিল। অভিভাবকরা বিষয়টি শুনলেও প্রতিবাদ করার সুযোগ পাচ্ছিলেন না। এদিন আবারও ওই প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহার করে। এই ঘটনা জানাজানি হলেই অভিভাবকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ওই শিক্ষককে এই স্কুলে রাখা যাবেনা।