চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কুলপি থানার পুলিস

Aug 28, 2025 - 21:25
 26
চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কুলপি থানার পুলিস

সানওয়ার হোসেন, কুলপি : মসজিদের ভিতর থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কুলপির হেলিয়াগাছি মসজিদ এলাকায়। ধৃত যুবকের নাম মকসুদুল মীর। বাড়ি ডায়মন্ড হারবার থানার সংগ্রামপুর এলাকায়। জানা গিয়েছে, ধৃত যুবক বজবজের একটি মাদ্রাসার চাঁদা সংগ্রহ করেন। তার কাছ থেকে চাঁদার বিল বই উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে মসজিদ থেকে টাকা চুরির অভিযোগে এলাকার বাসিন্দারা তাকে পুলিসের হাতে তুলে দেয়। এরপরই পুলিস তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে মসজিদ কমিটি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও একটি মাদ্রাসার চাঁদা তোলার বিল বই উদ্ধার হয়েছে। ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এদিকে এই যুবকের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা পুলিস তার তদন্ত শুরু করেছে।