চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নামখানাগামী ট্রেন

Dec 9, 2025 - 11:57
 32
চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নামখানাগামী ট্রেন

সানওয়ার হোসেন, কুলপি : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নামখানাগামী ট্রেন। চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন বহু যাত্রী। ঘটনাটি ঘটেছে কুলপি থানার বেলপুকুর ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মাঝখানে লক্ষীপাশা ভগবানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে যাত্রী বোঝাই একটি টোটো গ্রামের ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার মাঝখান দিয়ে রেললাইন চলে গিয়েছে। টোটোটি যখন রেললাইন পারাপার করছিল, সেই সময় বিপত্তি ঘটে। রেল লাইনের মাঝখানে টোটোর চাকা আটকে যায়। অনেক চেষ্টা করেও চালক রেললাইন পার করতে পারছিল না। ঠিক সময় সেই সময় একটি ট্রেন করঞ্জলি স্টেশন ছেড়ে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি দেখেই টোটোর চালক সহ যাত্রীরা ছুটে পালিয়ে যায়। টোটোটি তখন রেল লাইনের মাঝখানে দাঁড় করানো অবস্থায় ছিল। ট্রেনটি এসে সজোরে ওই টোটোতে ধাক্কা মারে। এই ঘটনায় ট্রেনের চাকায় টোটোটি আটকে যায়। চালকের তৎপরতায় কিছুটা যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপরই গ্রামবাসীরা এসে ট্রেনের সামনে ঢুকে যাওয়া টোটোটিকে টেনে বের করেন। তারপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে টোটোটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে ভেঙ্গে গিয়েছে। 

                   এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুমন দাস বলেন, "এদিন খুব বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। চালকের তৎপরতায় বহু মানুষ প্রাণে বেঁচেছেন। এই এলাকাতে প্রায়ই এমন ঘটনা ঘটছে। কিছুদিন আগেও একটি সিমেন্ট বোঝাই মেশিন ভ্যান রেললাইনে আটকে গিয়েছিল। সেই সময়ও একই পরিস্থিতি ঘটেছিল। আবারও একই রকমের ঘটনা ঘটল। এই ঢালাই রাস্তা দিয়ে গ্রামের প্রচুর মানুষ যাতায়াত করেন। এছাড়াও ছোট গাড়ি যাতায়াত করে। এখানে কোনও রেলগেট না থাকার কারণে এইরূপ ঘটনা ঘটছে। রেল দপ্তরকে বিষয়টি দেখা উচিত।"