গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়লো বাড়ির চাল মন্দির বাজারে চাঞ্চল্য
মন্দিরবাজার : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেলো বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দিরবাজারের রামনাথপুর এলাকায়।
জানাযায়,মঙ্গলবার সকালে বাড়ির সদস্য মহিলা বৃদ্ধা দুলপো সর্দার গ্যাস জ্বালাতে গিয়ে ঘটে বিপত্তি। হঠাৎই দাউ দাউ করে গ্যাস থেকে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পরে মন্দিরবাজার থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরোপুরি বাড়িটি উড়ে যায়। মাথার ছাদ হারিয়ে অসহায় গোটা পরিবার।