গোরুর মৃত্যুতে প্রকাশ পেল ভয়ঙ্কর তথ্য! জলাতঙ্কের আশঙ্কায় গ্রামের ২০০ জনের রাতারাতি ভ্যাকসিন
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১ গ্রাম পঞ্চায়েতের পশং এলাকায় কুকুরে কামড়ে গোরুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা হৃষিকেশ মাইতির গোরুটিকে কয়েকদিন আগে একটি কুকুর কামড়ায়। তবে বিষয়টি পরিবারের অজানা ছিল। নিয়মমাফিক পূর্ণিমার দিন সেই গোরুর দুধ দিয়েই চিড়ে-দুধের প্রসাদ তৈরি করা হয়। গ্রামে ২০০ জনেরও বেশি মানুষ সেই প্রসাদ খান।
একদিন আগে গোরুটির মৃত্যু হলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে জানা যায়, কুকুরের কামড় থেকেই গোরুটি জলাতঙ্কে আক্রান্ত হয়েছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন প্রসাদ খাওয়া বাসিন্দারা।
ঘটনার খবর জানানো হয় ডেবরার বিএমওএইচ-কে। দ্রুতগতিতে ব্যবস্থা নেয় স্বাস্থ্য দফতর। প্রায় ২০০ জনকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কারও অসুস্থতার খবর মেলেনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সবাইকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আতঙ্কের প্রয়োজন নেই। সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। স্থানীয় মানুষজন এখনও আতঙ্কে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।