গুনীজন সংবর্ধনা মধ্যে দিয়ে বিজয়া সম্মেলনী ডায়মন্ড হারবার
হেদায়তুল্লা পুরকাইত , ডায়মন্ড হারবার।
গুনীজন সংবর্ধনা মধ্যে দিয়ে বিজয়া সম্মেলন পালিত হলো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ বিজয়া সম্মেলন হয়।
দূর্গা পূজো বিসর্জনের পর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের সমস্ত ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলন অনুষ্ঠান। সেই মতো আজ বিকালে ডায়মন্ড হারবার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করেন। এদিন বিজয়া সম্মেলন উপলক্ষে ডায়মন্ড হারবার ১ নং ব্লকে সমস্ত পঞ্চায়েত এলাকায় গুনীজনদের আমন্ত্রণ জানানো হয়। গুনীজনদের পাশাপাশি এদিন সাম্প্রদায়িক মেলবন্ধনের মধ্যে মৌলুভি ও পুরোহিতকে সংবর্ধনা দেওয়া হয় এদিন বিজয়া সম্মেলন অনুষ্ঠান ঘিরে উৎসবের আমেজে হয়ে ওঠে
সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ সহ ডায়মন্ড হারবার বিধানসভার সর্বস্তরের নেতৃত্বরা।