গাছে রাখি বেঁধে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে নামখানার পড়ুয়ারা

শুভজিৎ শাসমল, নামখানা: সপ্তাহ জুড়ে নামখানায় শুরু হয়েছে গাছে রাখি বন্ধন উৎসব। নামখানা ব্লক জুড়ে গাছে গাছে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। নামখানার নারায়ণপুরের বাসিন্দা অঙ্কন শিক্ষক ইন্দ্রনীল জানার উদ্যোগে নামখানা ব্লক জুড়ে এই কর্মসূচি চলছে।
প্রথমে ছাত্রছাত্রীরা কাগজ কেটে রাখি তৈরি করছে। এরপর সেই রাখি নিয়ে গিয়ে ছাত্রছাত্রীরা গাছে বাঁধছে। শুধু গাছে রাখি বাঁধা নয়, পাশাপাশি স্থানীয় মানুষদের গাছ লাগানো ও গাছ বাঁচানোর বার্তা দিচ্ছে। গত সোমবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে শনিবার পর্যন্ত। নামখানা ব্লকের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। রাজনগর বিশ্বম্ভর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সঞ্জনা লাল বলে, গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছ আমাদের অক্সিজেনের জোগান দেয়। গাছ থেকে আমরা ফল, ফুল পেয়ে থাকি। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যক্তি এই গাছ কেটে ফেলছে। ফলে পরিবেশে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এজন্য আবহাওয়ার খামখেয়ালিপনা শুরু হয়েছে। তাই আমরা এই রাখি বন্ধনের মাধ্যমে গাছকে বাঁচানোর বার্তা দিলাম। আমরা নিজ হাতে কাগজ কেটে রাখি তৈরি করে সেই রাখি গাছে বেঁধেছি। কারণ বাজারে যে রাখিগুলি বিক্রি হয়, সেগুলি প্লাস্টিকের রাখি। প্লাস্টিক আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকর। তাই আমরা সেগুলি ব্যবহার করছি না। আর সবাইকে বলব, পরিবেশবান্ধব রাখি কিনে রাখি বন্ধন উৎসব পালন করতে।
এ বিষয়ে অঙ্কন শিক্ষক ইন্দ্রনীল জানা বলেন, গাছ থেকে আমরা অনেক কিছুই পাই। কিন্তু বর্তমান সময়ে গাছ কেটে অট্টালিকা তৈরি করা হচ্ছে। ফলে বিশ্ব উষ্ণায়নের মতো ভয়ংকর বিপদগুলি পৃথিবীতে নেমে আসছে। গাছ ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। প্রতি বছর আমরা ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি পালন করে থাকি। একটাই বার্তা দেওয়া, গাছ লাগান গাছ বাঁচান।